বাংলা৭১নিউজ,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘চরমপন্থী নেতা’ বারী হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এছাড়া মাগুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন ডাকাত নিহত হয়েছে বলে দাবি পুলিশের।
শুক্রবার রাতে ওই দুই জেলায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হন। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে।
শুক্রবার রাতে শহরের লাউপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম দাবি করেছেন, শুক্রবার রাতে শহরে ডাকাতি গেলে পুলিশের সঙ্গে ডাকাতদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ডাকাতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
বাংলা৭১নিউজ/বিকে