বাংলা৭১নিউজ,ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পরিস্থিতি বিশ্লেষণ করতে ২৭ নভেম্বর ঢাকায় আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের দুই সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ দল।
এসময় তারা প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ জাভেদ পাটোয়ারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জ্যেষ্ঠ রাজনীতিকদের সঙ্গে তারা বৈঠক করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র আরও জানায়, ইইউর এই বিশেষজ্ঞ দলটি আগামী জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেছিলেন। তবে ২০১৪ সালের নির্বাচনে এসংখ্যা ছিল খুবই কম।
বাংলা৭১নিউজ/আরএম