শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ রাষ্ট্র: জামায়াত আমির ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠক: ঐক্যমত্য হলো না বাজার: বোতলজাত সয়াবিনের সংকট, বেড়েছে লেবুর দাম গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে: তারেক রহমান বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে ওঠার সমীকরণ ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ঘোষণা একুশের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন অমর একুশে ফেব্রুয়ারি আজ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি বাংলাদেশের সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেফতার দিনদুপুরে কুপিয়ে টাকা নিল ছিনতাইকারী, অনিশ্চয়তায় শিক্ষাজীবন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা ঢাকায় জাকাত মেলা শুরু শনিবার চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা অর্থ পাচার: বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের নামে মামলা এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ঘোষণা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দলের শীর্ষস্থানীয় পদগুলোয় কারা আসছেন, এ বিষয়ে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। শীর্ষ পদের সবাই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়া পরিচিত মুখ। তালিকা চূড়ান্তে শেষ মুহূর্তে তোড়জোড় চলছে। আজকালের মধ্যেই চূড়ান্ত হতে পারে দলের নাম। এর পরই দলের নাম ঘোষণা করা হচ্ছে।

আনুষ্ঠানিক আত্মপ্রকাশের তারিখ চূড়ান্ত না হলেও ২৪ ফেব্রুয়ারি সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি বুঝে দুদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারিও হতে পারে অনুষ্ঠান। আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে এদিন সারাদেশ থেকে কর্মী-সমর্থকরা ঢাকায় আসবেন। সুশৃঙ্খলভাবে দল গঠনের কার্যক্রম শেষ করতে গঠন করা হয়েছে বিভিন্ন কমিটি-উপকমিটি। একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

নতুন রাজনৈতিক দলে কারা শীর্ষ নেতৃত্বে থাকবেন, তা নিয়ে সংগঠনের ভেতর-বাইরে শেষ মুহূর্তের বিশ্লেষণ চলছে। নেতৃত্ব নির্ধারণ করতে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বশীল নেতারা। জানা যায়, নতুন রাজনৈতিক দলের শীর্ষ দুটি পদ চূড়ান্ত হয়েছে আগেই। এর মধ্যে আহ্বায়ক হিসাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের থাকা প্রায় নিশ্চিত এবং সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন থাকতে পারেন। ইতোমধ্যে সংগঠনের পক্ষ থেকে তাদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাকি পদগুলোও প্রায় চূড়ান্ত।

নতুন দলের যুগ্ম-আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়।

যুগ্ম সদস্য-সচিব পদে আরও দায়িত্ব পেতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নতুন দলের মুখপাত্র হিসাবে দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম দলের মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে জুলাই-আগস্টে নেতৃত্ব দেওয়া আরও অনেকে নতুন দলের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলেন জানা গেছে। তবে পদগুলো নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়গুলো নিয়ে দলের ভেতরে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

নেতৃত্ব প্রায় ঠিক হলেও নাম ঠিক হয়নি নতুন দলের। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক জনমত জরিপ কর্মসূচি থেকে পাওয়া ফর্মের তথ্য নিয়ে পর্যালোচনা চলছে। এই জনমত জরিপে ‘গণতন্ত্র’, ‘নাগরিক’, ‘জাস্টিস’, ‘বৈষম্যবিরোধী’-সহ বেশকিছু মতামত উঠে এসেছে। শেষ মুহূর্তে জনগণের এসব মতামত ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দলের নাম নির্ধারণ করতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। দায়িত্বশীল একাধিক নেতার ভাষ্যমতে, নতুন দলের আত্মপ্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে ২৪ ফেব্রুয়ারি সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। নিজেদের সুবিধা বিবেচনায় দুদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারিও দল ঘোষণা করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। এদিন কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন দলের আত্মপ্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বিকল্প হিসাবে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতেও হতে পারে।

নতুন দলের আত্মপ্রকাশে বিপুলসংখ্যক লোকের উপস্থিতি নিশ্চিত করতে চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিশেষ করে সারা দেশের কর্মী-সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। এজন্য জাতীয় নাগরিক কমিটি থেকে ৬৮ জন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ নেতা নিয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। তাদের মধ্য থেকে সাংস্কৃতিক, চিকিৎসা ও গণমাধ্যমবিষয়ক পৃথক তিনটি উপকমিটিও গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল সম্পর্কে সম্প্রতি শুরু হওয়া প্রচারণা ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্যও উপকমিটি গঠন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com