বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করার দায়ে পাবনার ঈশ্বরদীতে ২৬০ যাত্রীকে জরিমানা করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনভর পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এ অভিযান চালানো হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের ম্যানেজার আহসান উল্লাহ ভূঁইয়া এ তথ্য জানান।
পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল মাবুদ ও ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল আমিন, মেহেদী হাসান খান, আকরামুল হকসহ কর্মচারী, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
পাকশী বিভাগীয় রেলওয়ে দফতরের ম্যানেজার আহসান উল্লাহ ভূঁইয়া জানান, দুইদিন ধরে সড়কপথে ধর্মঘট ও শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কারণে ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়। তবে ট্রেন থেকে ঈশ্বরদী স্টেশনে নামার পর প্রায় যাত্রী ছিল বিনা টিকিটের। পরে ঈশ্বরদী থেকে বিভিন্ন রুটের ছয় ট্রেনে অভিযান চালিয়ে ২৬০ যাত্রীকে জরিমানা করা হয়। এ অভিযান চলবে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/পিআর