বাংলা৭১নিউজ, ঢাকা: আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালিয়েছিল, বিশ্বের কাছে নৃশংস গণহত্যার সেই চিত্র তুলে ধরতে ও দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির জন্য এ কর্মসূচি নেয়া হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিতসভায় এ কর্মসূচি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করা হবে। ওইদিন সব আলো নিভিয়ে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে সারা দেশের মানুষ একসঙ্গে নীরবতা পালন করবে।
‘পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালিয়েছিল, বিশ্বের কাছে নৃশংস গণহত্যার সেই চিত্র তুলে ধরতে চাই’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলা৭১নিউজ/জেএস