জরুরি পাইপলাইন স্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামীকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে তুলা গবেষণাকেন্দ্র পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজেন্দ্রপুর থেকে শ্রীপুরের তুলা গবেষণাকেন্দ্র পর্যন্ত সাত কিলোমিটার ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এই এলাকার বিভিন্ন অংশে গ্যাসের পাইপ স্থাপন করার জন্যই সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ