করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৭০ জন মারা গেছেন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯৪ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৬১ হাজার ৭২ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪৪ হাজার ৮১৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৪৭ লাখ ৫২ হাজার ৮১৭ জন।
রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও প্রাণহানি ঘটেছে জাপানে। দেশটিতে এসময়ে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৯৫৪ জন এবং মারা গেছেন ৩৯৮ জন। এ নিয়ে জাপানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার ৮৭৮ জন।
একদিনে শনাক্তের হিসাবে জাপানের পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান। দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৫৩৯ জন। এসময়ে মারা গেছেন ৫১ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬০১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৯৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৫২১ জনে।
তালিকায় পঞ্চম স্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১ জন। এসময়ে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪৪১ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে হলো তিন কোটি ৬৭ লাখ ৩৩ হাজার ১৬ জন।
রাশিয়ায় একদিনে মারা গেছেন ৪৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ১৪ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত রোগী বেড়ে হলো দুই কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৪২৮ জন।
তাইওয়ানে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ৩৩ জন। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৯৩ লাখ ২৩ হাজার ৭৭১ জন।
মেক্সিকোতে একদিনে সংক্রমিত হয়েছেন চার হাজার ৮৮০ জন এবং মারা গেছেন ৪৮ জন। এ নিয়ে আক্রান্ত রোগী বেড়ে হলো ৭৩ লাখ ৩৭ হাজার ১০০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় চিলিতে ২৪ জন, হংকংয়ে ২৯ জন, ডেনমার্কে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ