শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস দুই বিভাগে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস

২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ শনিবার

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০ বার পড়া হয়েছে

শিল্পকর্ম মূল্যায়ন হয় শিল্পপ্রেমী দর্শকদের দৃষ্টিকোণ থেকে। আর প্রদর্শনী ছাড়া দর্শকদের সামনে শিল্পকর্ম উপস্থাপন করা শিল্পীদের পক্ষে সম্ভব নয়। তবে খুব কম সংখ্যক শিল্পীই নিজের একক প্রদর্শনী আয়োজন করতে পারেন, কারণ প্রকৃতপক্ষে তা ব্যয়বহুল। আর এই কাজটিকে সহজলভ্য করার জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী আয়োজন করে থাকে।

সেই ধারাবাহিকতায় চলতি বছর ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১-এর নীতিমালা অনুযায়ী ২১ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের ৭৮৬ জন শিল্পীর সহস্রাধিক শিল্পকর্মের আবেদন জমা পড়ে। শিল্পকর্ম নির্বাচকমন্ডলী বিভিন্ন মাধ্যমের ৩২৩ জন শিল্পীর ৩৪৭টি শিল্পকর্ম নির্বাচন করেন। 

নির্বাচিত এ সকল শিল্পকর্মের মধ্যে রয়েছে- চিত্রকলা ১৫৭টি, ছাপচিত্র ৫৩টি, আলোকচিত্র ১৭টি, ভাস্কর্য ৪৭টি, প্রাচ্যকলা ১০টি, মৃৎশিল্প ৭টি, কারুশিল্প ২০টি, গ্রাফিক ডিজাইন ৫টি, স্থাপনাশিল্প ১৮টি, নিউ মিডিয়া আর্ট ৭টি, পারফরমেন্স আর্ট ৬টি। 

শিল্পকর্ম নির্বাচন কমিটির সদস্যরা হলেন- শিল্পী মামুন কায়সার, শিল্পী মাহমুদা বেগম, শিল্পী মো. মুছলিম মিয়া, শিল্পী স্বপন কুমার সিকদার এবং শিল্পী ফারুক আহাম্মদ মোল্লা।

এ বছরই ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১-এ প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হচ্ছে। আর সকল মাধ্যম মিলিয়ে “বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২১” নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হচ্ছে। 

উল্লেখ্য, মাধ্যমভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লাখ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লাখ টাকা দেয়া হবে। এছাড়া একটি মেডেল, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও এবার পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হচ্ছে, যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা। সঙ্গে স্পন্সরশীপ পুরস্কারও রয়েছে। 

পুরস্কার নির্বাচনের জন্য জুরি কমিটির সম্মানিত সদস্যগণ ছিলেন- শিল্পী আব্দুল মান্নান, শিল্পী আবুল বারক্‌ আলভী, শিল্পী ড. ফরিদা জামান, শিল্পী ড. মোস্তফা শরীফ আনোয়ার, শিল্পী সৈয়দা মাহবুবা করিম, শিল্পী মোস্তফা জামান।

এ বছরের নতুন সংযোজন চারজন কিউরেটরের তত্ত্বাবধানে চারটি ভিন্ন মাত্রার আর্ট প্রজেক্ট প্রদর্শনীতে যুক্ত করা হয়েছে। প্রত্যেক কিউরেটরের অধীনে দশজন করে শিল্পী কাজ করেছে। প্রত্যেক কিউরেটর তাদের নিজস্ব থিম এবং স্পেস নিয়ে তাদের কর্ম সাজিয়েছে। প্রতিটি আর্ট প্রজেক্টের উপস্থাপনা অসাধারণ। প্রত্যেক কিউরেটরকে তাঁদের প্রজেক্টের জন্য দুই লক্ষ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে এই কিউরেটেড উপস্থাপনার আয়োজন হয়েছে। 

কিউরেটরগণ হলেন- শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী মো. কামরুজ্জামান চৌধুরী, শিল্পী মো. জিহান করিম, শিল্পী জয়দেব রোয়াজা।

জাতীয় চিত্রশালার ১, ২, ৪, ভাস্কর্য, ৫ ও ৬ নং গ্যালারিতে গত ২৯ জুন হতে ৩১ জুলাই পর্যন্ত এই প্রদর্শনী চলে। করোনা মহামারির বিষয়টি বিবেচনায় রেখে ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন রাখা হয়। পরবর্তীতে সময়সীমা বাড়ানো হয় এবং সরকার নির্ধারিত লকডাউন উঠিয়ে নেয়ার পরে ১-২৫ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থবিধি মেনে গ্যালারী পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়।

আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিজয়ীদের বিস্তরিত তথ্য গুগল ড্রাইভে দেয়া হয়েছে-
https://drive.google.com/drive/folders/1G5GZSc4NvRIvRDqu7pH2QAN_Uotgo6Mt?usp=sharing  

উদ্বোধনী অনুষ্ঠানের লিংক:
https://www.facebook.com/shilpakalapage/videos/226508094029012

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com