ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে একটি বাংলাদেশি জাহাজ। জাহাজের ২৩ জন বাংলাদেশি নাবিক বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি রয়েছেন। ‘এমভি আবদুল্লাহ’ নামে জাহাজটি বাংলাদেশের
কেএসআরএম গ্রুপের মালিকানাধীন।
কেএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান জানান, ‘মঙ্গলবার বেলা ১টার দিকে তারা বিষয়টি জানতে পেরেছেন। তবে জাহাজের ক্রুরা সবাই ভালো আছেন।’
পণ্যবাহী জাহাজটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাচ্ছিল বলেও জানান শাহরিয়ার জাহান।
এর আগে ২০১০ সালেও বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ ৩ মাস পর মুক্তিপণের বিনিময়ে ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয় এবং ওমানের সালালা বন্দরে পৌঁছায়।
বাংলা৭১নিউজ/এসএকে