শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

২২ শর্তে সমাবেশের অনুমতি বিএনপির

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ২০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: অবশেষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। মোট ২২টি শর্তে রবিবার এই সমাবেশ করতে পারবে দলটি।

শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এরপরই দলটিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।

সমাবেশ করতে যে ২২টি শর্ত বিএনপিকে মানতে হবে-

১. অনুমতি পাওয়া স্থান ব্যবহারে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

২. বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

৩. ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য দেয়া বা প্রচার করা যাবে না।

৪. লাঠিসোটা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না।

৫. নিরাপত্তা নিশ্চিত করতে আইডি কার্ডধারী স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

৬. প্রবেশ পথে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের চেকিং করতে হবে।

৭. মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না।

৮. উসকানিমূলক কোনো বক্তব্য দেয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না।

৯. ‘রাষ্ট্রবিরোধী’আইনশৃংখলা পরিপন্থি বা জননিরাপত্তাবিরোধী কার্যকলাপ করা যাবে না।

১০. অনুমতি পাওয়া স্থানে অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

১১. সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তা-ফুটপাটে সমবেত হওয়া যাবে না।

১২. যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।

১৩. নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান স্থলের অভ্যন্তরে ও বাইরে রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

১৪. নিজস্ব ব্যবস্থাপনায় অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখতে হবে।

১৫. অনুমোদিত স্থানের বাইরে সাউন্ড বক্স ব্যবহার করা।

১৬. সমাবেশ শুরুর দুই ঘণ্টা আগে থেকে লোক আসতে পারবে।

১৭. মঞ্চকে সমাবেশ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

১৮. নামাজ, আযানের সময় বা ধর্মীয় কাজ চলাকালে মাইক ব্যবহার করা যাবে না।

১৯. নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আসা লোকদের যানবাহন তল্লাশির ব্যবস্থা করতে হবে।

২০. সমাবেশস্থলের বাইরে প্রজেকশন ব্যবহার করা যাবে না।

২১. শর্ত ভঙ্গ করলে যে কোনো সময় কর্তৃপক্ষ সমাবেশের অনুমতি বাতিল করতে পারবে।

২২. জনস্বার্থে সমাবেশের অনুমতি বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সূত্র: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com