বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি : মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে ২১ দিন পূর্বে ডুবে যাওয়া সিমেন্ট বোঝাই কার্গোটি রামপাল খেয়াঘাট এলাকা থেকে শনিবার উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া কার্গোর মেশিন ম্যান (মিস্ত্রি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, গত ১৭ মার্চ এমভি মদিনা মনোয়ারা-১ নামের কার্গো জাহাজটি মংলা সেনা কল্যান সিমেন্ট ফ্যাক্টরি থেকে ২ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে পটুয়াখালীর লেবুখালি সেনানিবাসে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্গোটি রামপাল খেয়াঘাটের কাছে পৌছালে পেছন থেকে আসা দ্রুতগামী ২টি জাহাজের ঢেউয়ে কার্গোটি তলিয়ে যায়।
বাংলা৭১নিউজ/জেএস