বাংলা৭১নিউজ, ঢাকা: ২০-দলীয় জোট ভাঙতে শরিক দলের নেতাদের সরকার ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করছে। এ জন্য শরিক দল কল্যাণ পার্টির মহাসচিবকে অপহরণ করে অন্যদের ভয় দেখানো হচ্ছে।
আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোটের মহাসচিবদের নিয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
তিনি বলেন, জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০-দলীয় জোট নেতাদের ভয় দেখানো।
আমিনুর রহমানসহ সব নিখোঁজ ব্যক্তিকে অবিলম্বে ফেরত দিতে সরকারের প্রতি জোর দাবি জানান মির্জা ফখরুল।
এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ঐক্যের পরিবর্তে জাতিকে বিভক্ত করেছে সরকার। রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।
২০ দলের পক্ষ থেকে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকারকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র যদি এভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এমন নজির পাকিস্তান আমলেও দেখিনি। এত বড় দুর্বৃত্ত এরশাদ আমলেও দেখিনি।
মির্জা ফখরুল বলেন, এত বড় একটি সংকট, রোহিঙ্গা সংকট। এটি মোকাবেলায় সব রাজনৈতিক দলের সভা করে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। রোহিঙ্গাদের কী যে মানবেতর পরিস্থিতি অথচ সেখানে সরকার রোহিঙ্গাদের ত্রাণ দিতে বাধা দিল বিএনপিকে। কেন বাধা দিল ত্রাণ দিতে- প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।
বাংলা৭১নিউজ/সিএইস