বাংলা৭১নিউজ,ঢাকা: আগামী ২০ জানুয়ারি (রবিবার) সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। ১৯ জানুয়ারি দিবাগত মধ্যরাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।
ড. কামাল হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ড. কামাল হোসেন ২০ জানুয়ারি সিঙ্গাপুর গিয়ে ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরবেন।
ড. কামাল হোসেন বলেন, ‘আমি সিঙ্গাপুরে যাবো নিজের শারীরিক কারণে, চিকিৎসা গ্রহণ করবো। এছাড়া আমার আইনি বিষয়ে দুয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলবো। ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরে আসবো।’
এর আগে গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী হামিদা হোসেন নিয়ে থাইল্যান্ড গিয়েছিলেন ড. কামাল হোসেন।
বাংলা৭১নিউজ/আর এইচ