শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

২০২৪ আইপিএলের আংশিক সূচি ঘোষণা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

দুই দিন আগেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর ‍সময় জানিয়েছিলেন চেয়ারম্যান অরুণ ধুমাল। আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের ১৭তম আসরে। এবার টুর্নামেন্টটির আংশিক সূচিও ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচেই অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মুখোমুখি হবে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই সূচি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। সিএসকে-আরসিবির ম্যাচটি রাত ৮টায় শুরু হবে।

২২ মার্চ (শুক্রবার) টুর্নামেন্ট শুরুর পরের দু’দিন দুটি করে ম্যাচ হবে। এরপর ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ম্যাচ হবে একটি করে। ৭ এপ্রিল হবে দুটি ম্যাচ। আপাতত ওইদিন পর্যন্ত আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছে। এবারের আইপিএলে চারটি প্লে-অফ’সহ মোট ম্যাচ হবে ৭৪টি।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আংশিক সূচি ঘোষণার কারণ ব্যাখ্যা করেছে। তাদের দাবি— ভারতের জাতীয় নির্বাচন আসন্ন। এর ভেতরই নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করলে, তার সঙ্গে মিল রেখে আইপিএলের বাকি ম্যাচের সূচি ঘোষণা করা হবে। আগামী এপ্রিল-মে মাসের মাঝামাঝিতে ভারতের নির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়া আইপিএলের ফাইনাল হওয়ার সম্ভাব্য সময় ২৬ মে। এর পাঁচদিন (১ জুন) পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।

প্রথম ১৫ দিনের আইপিএল সূচি :

১. চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
২. পাঞ্জাব বনাম দিল্লি- ২৩ মার্চ (মোহালি, বিকেল ৪টা)।
৩. কলকাতা বনাম হায়দরাবাদ- ২৩ মার্চ (কলকাতা, ৮টা)।
৪. রাজস্থান বনাম লখনৌ- ২৪ মার্চ (জয়পুর, বিকেল ৪টা)।
৫. গুজরাট বনাম মুম্বাই- ২৪ মার্চ (আহমেদাবাদ, রাত ৮টা)।

৬. আরসিবি বনাম পাঞ্জাব- ২৫ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
৭. চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
৮. হায়দরাবাদ বনাম মুম্বাই- ২৭ মার্চ (হায়দরাবাদ, রাত ৮টা)।
৯. রাজস্থান বনাম দিল্লি- ২৮ মার্চ (জয়পুর, রাত ৮টা)।
১০. আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১১. লখনৌ বনাম পাঞ্জাব- ৩০ মার্চ (লখনৌ, রাত ৮টা)।

১২. গুজরাট বনাম হায়দরাবাদ- ৩১ মার্চ (আহমেদাবাদ, বিকেল ৪টা)।
১৩. দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৪. মুম্বাই বনাম রাজস্থান- ১ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
১৫. আরসিবি বনাম লখনৌ- ২ এপ্রিল (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১৬. দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৭. গুজরাট বনাম পাঞ্জাব- ৪ এপ্রিল (আহমেদাবাদ, রাত ৮টা)।
১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।
১৯. রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল (জয়পুর, রাত ৮টা)।
২০. মুম্বাই বনাম দিল্লি- ৭ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
২১. লখনৌ বনাম গুজরাট- ৭ এপ্রিল (লখনৌ, রাত ৮টা)।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com