বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পেছনের একটা ঘটনার রেশ টানা প্রয়োজন। সেটি হলো ২০১৪ সালের নির্বাচন। সেই নির্বাচনের অবস্থা আমাদের ভুলে গেলে চলবে না। তখন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। সেজন্য আমাদের এবারের নির্বাচনের প্রস্তুতির রূপরেখা ও কৌশল অবলম্বন করা প্রয়োজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়। এতে সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সেনা, নৌ, বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত আছেন। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস