রাজধানীর কেরানীগঞ্জে পৃথক অভিযানে ১৮ লাখ টাকা মূল্যের হেরোইন ও ফেনসিডিলসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানাধীন বড়মনহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ৩৪৪ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মো. স্বপন মিয়া (২৭), মো. রাজু আহম্মেদ (৩৫), মো. আলিফ হোসেন (৩২) ও মো. মোশারফ (৩৭)। এসময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, পৃথক অভিযানে কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. রানা (৩৬) ও মো. সোহেল (৩৭)। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ