বাংলা৭১নিউজ, ঢাকা: বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা নতুন সিম বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্লাটফর্ম এর উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্লাটফর্ম আপডেটের জন্য ওই সময়ের জন্য নতুন সিম বিক্রি বন্ধ রাখতে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
প্লাটফর্ম আপডেটের পরপরই ফের সব অপারেটরের সিম বিক্রি শুরু করা যাবে।
বাংলা৭১নিউজ/সিএইস