বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের বিভিন্ন স্থানে বখাটেদের নির্যাতনে ছাত্রী হতাহতের ঘটনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৮ অক্টোবর মানববন্ধন ও ২০ অক্টোবর সভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ছাত্রী নির্যাতন প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে কমিটি গঠন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
বাংলা৭১নিউজ/পিকে