বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের সদর উপজেলার তারাবানিয়ার ছড়া (৫ নম্বর ওয়ার্ড) এর হাজি দানু আলম এর টিনশেড বাড়ির বারান্দায় বেশ ক’জন মাদক কারবারি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নবগঠিক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানির একটি বিশেষ আভিযানিক দল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানির কম্পানি কমান্ডার এবং কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহ আলম এর সমন্বয়ে পরিচালিত অভিযানে আটক করা হয় মো. রবিউল আলম (৩১) ও এক কিশোরকে (১৬)। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দীন মোহাম্মদ নামে আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতদের হাতে থাকা দুটি বাজারের ব্যাগে তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা।
আটককৃতদের জব্দকৃত মাদকসহ কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/এম ইউ