রেস্তোরাঁয় খাওয়ার পর বিল হয়েছিল ২০৫ ডলার। কিন্তু এক ব্যক্তি মহিলা ওয়েটারকে বকশিশ হিসেবে দিয়েছেন ৫ হাজার ডলার। অর্থাৎ ১৬ হাজার টাকার বিলে ওই ব্যক্তি বকশিশ দিয়েছেন সাড়ে ৩ লাখ টাকারও বেশি। আমেরিকার এক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই ওই ব্যক্তির প্রশংসা করেছেন অনেকেই।
প্যাক্সন রেস্তোরাঁ আমেরিকার পেনসিলভেনিয়ার অ্যান্থনিতে অবস্থিত। ওই রেস্তোরাঁতে ওয়েটারের কাজ করেন গিয়ানা ডিঅ্যাঞ্জেলো। এখানে কাজ করার পাশাপাশি চেস্টারের উইডেনার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন তিনি। ওই ব্যক্তির থেকে এই পরিমাণ বকশিশ পেয়ে খুশি গিয়ানা। বলেন, ‘সবাই খুশি হয়ে যা দেয় তাই আমি নেই। কিন্তু এত টাকা বকশিশের ব্যাপারটি অবিশ্বাস্য। এই টাকা দিয়ে কলেজের বাকি ফি মেটানোর পাশাপাশি, ভালো কাজে ব্যবহার করবেন বলে জানান তিনি।
করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন বন্ধ ছিল হোটেল-রেস্তোরাঁ। ফলে ওই সেক্টরে কর্মরতদের আয়ে ভাটা পড়েছিল। এই পরিস্থিতিতে ওই ব্যক্তির ওয়েটারের পাশে দাঁড়ানোর ঘটনায় সাধুবাদ জানিয়েছেন অনেকে। যদিও নিজের পরিচয় সামনে আনেননি ওই ব্যক্তি।
বাংলা৭১নিউজ/এমএন