বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

১৬০ ডিগ্রি ঘুরে গেলেন ট্রাম্প, বৈঠক হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ১১৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিল করার একদিনের ব্যবধানে আবার মত পাল্টেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ব্লুমবার্গের।

কিমের সঙ্গে আগামী ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সংলাপ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার স্থানীয় সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করছেন। শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে দেয়া সুন্দর বিবৃতির পরই যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। আমরা সংলাপটি করতে চাই। ১২ জুন সংলাপ অনুষ্ঠিত হতে পারে।

র আগে সংলাপ বাতিল করে উত্তর কোরিয়াকে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। বৃহস্পতিবার গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।

পরের দিন শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে দেশটি জানিয়েছে, তারা যেকোনো সময় আলোচনায় বসতে আগ্রহী।

ট্রাম্পের বৈঠক বাতিল সংক্রান্ত একটি চিঠি কিমকে পাঠানোর পর এক প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কাই-গোয়ান বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক।’

বৈঠক বাতিল করে ট্রাম্পের পাঠানো চিঠি

বৈঠকে বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার ‘খোলাখুলি বৈরিতাকে’ দায়ী করেন।

আগামী ১২ জনু সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বৈঠক সম্পর্কে বিশদ কোনো তথ্য জানা না গেলেও সেখানে মূলত কোরীয় উপত্যকাকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনার প্রত্যাশা জেগেছিল।

দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতায় উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে প্রস্তাবিত আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ঐতিহাসিক এই বৈঠক আহ্বান করে। তবে শেষপর্যন্ত বৈঠকটি হচ্ছে না জানিয়ে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নেতা কিমকে চিঠি পাঠায় হোয়াইট হাউজ।

কিমকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘আমি আপনার সঙ্গে দেখা করার বিষয়ে খুবই আশাবাদী ছিলাম। কিন্তু, দুঃখজনকভাবে আপনার সাম্প্রতিক বক্তব্যে যে ক্রোধ ও খোলাখুলি বৈরিতা প্রকাশ পেয়েছে, তাতে মনে হয়েছে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা এই বৈঠকের জন্য উপযুক্ত সময় এখন নয়।’

তিনি বলেন, ‘অতএব, এই চিঠির মাধ্যমে অবগত করা হচ্ছে যে, সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠক আমাদের উভয়ের ভালোর জন্য বাতিল করা করা হলো। কিন্তু, পৃথিবীর জন্য এটা ভালো হলো না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনি (কিম জং উন) আপনার পরমাণু সক্ষমতার কথা বলছেন। কিন্তু, আমাদেরগুলো এতো বড় ও শক্তিশালী যে ঈশ্বর না করুন সেগুলো কখনো ব্যবহার করতে হয়।’

কিমকে সরাসরি সম্বোধন করে লেখা ওই চিঠিতে ট্রাম্প ভবিষ্যতে তাদের মধ্যে বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন। সূত্র : এরাবিয়ান জার্নাল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com