সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন মহাখালীতে ট্রেনে ইট ছুড়েছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে ‘শিক্ষার্থীদের পক্ষে ছিলাম বলেই আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি’ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক-রেলপথ অবরোধ বিজয় দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ১১৩ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

১৪৬ করে ফিরলেন শান্ত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে

ক্যারিয়ারসেরা ইনিংসটি ১৬৩ রানের। নাজমুল হোসেন শান্ত যেভাবে খেলছিলেন, তাতে সেই ইনিংস ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু একটা সময় ধৈর্যের বাধ ভেঙে গেলো বাঁহাতি এই ব্যাটারের।

আফগান বাঁহাতি স্পিনার আমির হামজার বলে ডাউন দ্য উইকেটে এসে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফিরলেন শান্ত। ১৭৫ বলে গড়া শান্তর ১৪৬ রানের দুর্দান্ত ইনিংসটিতে ছিল ২৩টি চার আর ২ ছক্কার মার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭৪ রান। মুশফিকুর রহিম ১১ আর অধিনায়ক লিটন দাস ১ রানে অপরাজিত আছেন।

মিরপুর শেরে বাংলায় সিরিজের একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান আফগানিস্তানের অভিষিক্ত পেসার নিজাত মাসুদ।

মাসুদের বেরিয়ে যাওয়া বলে হালকা ব্যাট ছুঁয়ে যায় জাকির হাসানের। আফগানিস্তানের ক্রিকেটারদের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় সফরকারীরা। রিপ্লেতে দেখা যায়, বল লেগেছে জাকিরের ব্যাটে (১)। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে নাজমুল হোসেন শান্ত ক্রিজে এসে সেই চাপ সরিয়ে দেন বোলারদের ওপর। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে গড়েন দারুণ এক জুটি।

চোখ ধাঁধানো সব বাউন্ডারি হাঁকিয়ে শান্ত চালু রাখেন রানের চাকা। সেই তুলনায় জয় ছিলেন একটু ধীরস্থির। শান্ত তার ফিফটিও তুলেছেন দ্রুতগতিতে, মোটে ৫৮ বলে। যার মধ্যে ৪০ রানই আসে বাউন্ডারিতে। পরের ৫০ রান তুলতে অবশ্য খেলেছেন দুই বল বেশি (৬০ বল)। বাউন্ডারি হাঁকান আরও ৮টি।

গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসে করেছিলেন ০ আর ৪। তবে এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত এক সেঞ্চুরিসহ ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন শান্ত।

সীমিত ওভারের সে ফর্ম এবার সাদা পোশাকেও টেনে আনলেন বাঁহাতি এই ব্যাটার। মারকুটে খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ১১৮ বলে।

ফিফটি পেয়েছেন তার বড় জুটির সঙ্গী জয়ও। তবে তিনি বেশ দেখেশুনে খেলেছেন। ১০২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন টাইগার ওপেনার। লেগস্পিনার জহির খানের বলে দুইবার ওভার থ্রো হলে দৌড়ে ৫ রান নেন শান্ত আর জয়। তাতেই ফিফটির ঘরে পা পড়ে জয়ের। যদিও সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন ভুলভাল শট খেলে।

বেশ ক্লান্ত দেখাচ্ছিল জয়কে। বারকয়েক আলগা শট খেললেন। অবশেষে উইকেটটা জমা দিয়ে এলেন ডানহাতি এই ওপেনার। জয়ের আউটে ভাঙে শান্তর সঙ্গে ২৬৭ বলে গড়া ২১২ রানের বড় জুটি। টেস্টে দ্বিতীয় উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি।

পার্টটাইম লেগস্পিনার রহমত শাহর বেরিয়ে যাওয়া বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন জয়। ১৩৭ বল খেলে গড়া তার ৭৬ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারির মার। বাংলাদেশ চা-বিরতিতে যায় ৪৯ ওভারে ২ উইকেটে ২৩৫ রান নিয়ে।

বিরতির পর ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। মুমিনুল হকের অফফর্ম কাটছেই না। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে রানে ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। এবার ব্যর্থ হলেন টেস্ট খেলতে নেমেও।

আফগান অভিষিক্ত পেসার নিজাত মাসুদের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে সাজঘরে ফিরেছেন মুমিনুল (১৫)। আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত বদলায় আফগারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com