বাংলা৭১নিউজ, বি এম হানান, চাঁদপুর প্রতিনিধি: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে ১৩ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১২ ডিসেম্বর) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন হাইকোর্টে এহসানুল হক মিলনের পক্ষে ১৪টি মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে ১৩ মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৩ নভেম্বর থেকে চাঁদপুরের কারাগারে আছেন এহসানুল হক মিলন। চাঁদপুরের বিভিন্ন আদালতে তার নামে ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
প্রসঙ্গত,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নেয়ার কথা থাকলেও দলীয় মনোনয়ন পাননি বিএনপির এই নেতা।
বাংলা৭১নিউজ/জেএস