করোনাকালীন সময়ে সুখবর আসছে। বাংলাদেশ থেকে তৈরি পোশাক কারখানায় ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের একটি কোম্পানি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, করোনাকালীন সময়ে একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাত।
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের বিভিন্ন পোশাক কারখানায় এখনই বেশ কিছু বাংলাদেশি শ্রমিক কাজ করছে। নতুন নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।এই নিয়োগ প্রক্রিয়া শুধু বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যে নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রপ্তানিকারক কোম্পানি।
বাংলা৭১নিউজ/এমএন