টানা ১২ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
শনিবার (৩১ জুলাই) সকালে গম এবং পাথরবাহী কয়েকটি ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, ঈদুল আযহা উপলক্ষে সিঅ্যান্ডএফ, আমদানি রফতানিকারক, ব্যাবসায়ীসহ উভয় দেশের বন্দর সংশ্লিষ্টদের ঐক্যমতের ভিত্তিতে ১৯ থেকে ৩০ জুলাই আমদানি রফতানি বন্ধ ছিল। শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পুনরায় কার্যক্রম চালু হয়েছে। এ স্থলবন্দর দিয়ে ভারত ছাড়াও নেপাল এবং ভুটান থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।
বাংলা৭১নিউজ/জিকে