বৃহস্পতিবার (২৬ মে) সকালে পাহাড়ি আঁকাবাঁকা পথে নিয়ন্ত্রণ হারিয়ে জীবননগর পাহাড় থেকে গভীর খাদে পড়ে গাড়িটি। এতে ঘটনাস্থলেই এক পর্যটকের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছেন চালকসহ সাত পর্যটক।
নিহতরা হলেন- বুয়েট স্টাফ হামিদুল ইসলাম ও ওয়াহিদ।
ঘটনার পর থেকেই স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পাহাড় থেকে ১২০০ ফুট নিচে পড়ে দুমড়েমুচড়ে যায় গাড়িটি।
মাইক্রোবাস চালকের পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা বলে জানান বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
বাংলা৭১নিউজ/এমএস