শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

১১ পয়েন্ট এগিয়ে ‘এখনও অপরাজিত’ লেভারকুসেন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

চলতি মৌসুমে জার্মান বুন্দেসলিগায় এখনও পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে বায়ার লেভারকুসেন। এই ২৩ ম্যাচের একটিতেও হারেনি তারা। ৪টিতে ড্র করেছে। বাকি সবগুলোতে জয়। শুধু তাই নয়, সব ফরম্যাট মিলিয়ে টানা ৩৩টি ম্যাচ অপরাজিত লেভারকুসেন।

সর্বশেষ শুক্রবার রাতে মেইঞ্জকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে লেভারকুসেন। সে সঙ্গে এবারের লিগে এবং সব মিলিয়ে ৩৩টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটাও ধরে রাখলো তারা।

তবে, মেইঞ্জের বিপক্ষে এই জয়টি এত সহজ ছিল না লেভারকুসেনের জন্য। কারণ, ঘরের মাঠে লেভারকুসেনের ডিফেন্ডাররা ছিল কিছুটা ছন্নছাড়া। মেইঞ্জের আক্রমণভাগকে বেশ কিছু সহজ সুযোগ তৈরি করে দিয়েছিলো তারা। তবে মেইঞ্জের গোলরক্ষক রবিন জেন্তনারের ভুলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা।

আগের ম্যাচেই বায়ার্ন মিউনিখকে হারিয়েছিলো বায়ার লেভারকুসেন। ওই জয়েই টানা ৩২ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে। এবার ৩৩তম ম্যাচ (সব প্রতিযোগিতা মিলিয়ে) অপরাজিত থাকার পর বুন্দেসলিগা টেবিলে ২৩ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বায়ার লেভারকুসেন। ২২ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫০। আজই আরবি লেইপজিগের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন।

ম্যাচের একেবারে শুরুতে, ৩য় মিনিটেই প্রথম গোল করেন গ্রানিত শাকা। তবে লিড নিলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লেভারকুসেন। ৭ম মিনেই সেই গোল পরিশোধ করে দেন মেইঞ্জের ফুটবলার ডমিনিক কোহর।

১-১ গোলে সমতায় থেকেই ম্যাচ এগিয়ে যাচ্ছিলো। শেষ পর্যন্ত ৬৮তম মিনিটে লেভারকুসেনের জয়সূচক গোল করেন রবার্ট অ্যান্ডরিখ। ৮০ মিনিটে গ্রানিত শাকাকে ফাউল করে জেসিক এনগানকাম লাল কার্ড দেখেন। ফলে ১০ জনের দলে পরিণত হয় মেইঞ্জ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com