বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি সাভারে অ্যাম্বুলেন্সে দুটি বাসের ধাক্কা, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪ যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে

১১ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ২৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন শেষে উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির আহবায়ক স্বপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল আউয়াল লোকমান, সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উপজেলা শাখার সহ-সভাপতি, মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, মো ইলিয়াস আলী সরদার, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আঃ ওহাব মোল্লা, প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, সহকারী প্রধান শিক্ষক আঃ মালেক আকন, সহকারী শিক্ষক বিপ্লব কুমার চক্রবর্তী, মোঃ শাহাদাত হোসেন, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মিডিয়া শ্রেণীকক্ষ উদ্বোধন
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে ধারন করে বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিকি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক মাল্টি মিডিয়া শ্রেণীকক্ষ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি বরিশাল জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল মাল্টি মিডিয়া শ্রেণীকক্ষের উদ্বোধন করেন।এ উপলক্ষে স্কুলের হলরুমে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রুপা দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিধি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল, আগৈলঝাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, ঝালকাঠী সদর উপজেলা শিক্ষা অফিসার সালেহা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান, আঃ মান্নান, আবুল কালাম, বজলুর রশিদ, নাদিরা আফরিন, পলাশ সরদার, পৌর কাউন্সিলর সিকদার খোকন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক টিএম আলতাফ হোসেন, আবুল কালাম মিয়া। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, সাধারন সম্পাদক কতুব উদ্দিন, প্রধান শিক্ষক সেনোয়ারা খানম, আব্দুল মতিন হাওলাদার, হোসনেআরা, নিহার পারভীন, হুসনেয়ারা ছালেহা খানম, সৈয়দ মাহাবুব আলম প্রমুখ।
Gournadi Photo...02
উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা
বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি মঙ্গলবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী নেতা আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সীর সাথে মতবিনিময় করেন।
বিকেল ৩টায় তার ব্যবসায়ী প্রতিষ্টান এলাহী এগ্রো লিমিটেডের সভাকক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী নেতা আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, নির্বাহী সদস্য্য ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সহসভাপতি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক ও ইনকিলাবের সংবাদদাতা বদরুজ্জামান খান সবুজ, সহসাধারণ সম্পাদ ও খবরপত্র প্রতিনিধি মণীষ চন্দ্র বিশ্বাস, দপ্তর সম্পাদক ও নয়াদিগন্ত’র প্রতিনিধি এইচএম মাকসুদ আলী, মাইটিভি’র স্থানীয় ক্যামেরা পারর্সন মোল্লা ফারুক হাসান, সাংবাদিক জামিল মাহমুদ। শেষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলী নেতা আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ মুন্সীকে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com