চেন্নাই টেস্টে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। মঙ্গলবার পঞ্চম দিনের শুরুতেই ১১৭ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত৷ জেমস অ্যান্ডসনের গতি ও সুইংয়ের সামনে অসহায় আত্মসমপর্ণ ভারতীয় টপ-অর্ডারের৷ একা লড়াই করছেন ক্যাপ্টেন বিরাট কোহলি৷
চতুর্থ দিনে ভারত শেষ করেছিল ১ উইকেটে ৩৯ রানে৷ জয়ের জন্য শেষ দিনে দরকার ছিল ৩৮১ রান৷ হাতে উইকেট ছিল ৯টি৷ রোহিত ছাড়া পুরো দল তখনও ছিল লড়াই করার জন্য৷ কিন্তু মঙ্গলবারে শুরুটা আদৌ ভারতের জন্য মঙ্গলদায়ক হল না৷
প্রথমেই ১৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন উইকেট কামড়ে পড়ে থাকার বড় ভরসা চেতেশ্বর পূজারা৷ এরপর শুভমান গিল টেস্টে নিজের অর্ধশতরান পূরণ করে ফেললেও ৮৩ বলে ৫০ রান করে ফিরে যান৷ তিনি অ্যান্ডারসনের শিকার৷
এরপর ভারতীয় ব্যাটসম্যানদের শুধু আসা-যাওয়ার পালা। অধিনায়ক বিরাট কোহলি একদিক ধরে থাকলেও প্যাভিলিয়নে ফিরে যান অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর৷ তাঁদের স্কোর যথাক্রমে ০, ১১.০৷
ক্রিজে আছেন অধিনায়ক কোহলি ৪৫ রানে এবং রবিচন্দ্রন অশ্বিন ২ রান।
বাংলা৭১নিউজ/এবি