শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১০ হাজার কোটি টাকার ৭ প্রকল্পের অনুমোদন, সময় বাড়ল ৪টির

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বর্তমান সরকারের সপ্তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চারটি সংশোধিতসহ মোট ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০ হাজার ১১৫ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকার ব্যয় করবে ৪ হাজার ৪০৫ কোটি ৭৮ লাখ টাকা, সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ৪৮৯ কোটি ৫০ লাখ টাকা এবং ঋণ নেয়া হবে ৫ হাজার ২২০ কোটি ৪৯ লাখ টাকা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সভায় চারটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে ‘সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ প্রকল্প’। এতে বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৩ হাজার ৯৭১ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করছে ৫৪০ কোটি ৫১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৮৯ কোটি ৩০ লাখ টাকা এবং ঋণ ২ হাজার ৯৪১ কোটি ৪৮ লাখ টাকা। ২০০৯ সালে শুরু হওয়া এই প্রকল্প শেষ হবে ২০২০ সালের জুনে।

এছাড়া আজকের বৈঠকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের ‘চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ’ প্রকল্প প্রথমবারের মতো সংশোধন করা হয়েছে। ২ হাজার ৪৭৯ কোটি ৪১ লাখ টাকার এই প্রকল্প ২০২০ সালের জুনের মধ্যে শেষ করা হবে। এতে সরকার অর্থায়ন করছে ১ হাজার ৭৪৪ কোটি ৩২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭৩৪ কোটি ৮৯ লাখ টাকা।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ‘প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পও তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ১ হাজার ৭৪৭ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে ২০৩ কোটি ৭৬ লাখ টাকা অর্থায়ন করছে সরকার এবং বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নেয়া হয়েছে ১ হাজার ৫৪৪ কোটি ১২ লাখ টাকা।

শিল্প মন্ত্রণালয়ের ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সিগঞ্জ’ প্রকল্প প্রথমবারের মতো সংশোধন করা হচ্ছে। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০২১ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে এর মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০২২ সালের জুন পর্যন্ত। পুরোটাই সরকারি অর্থায়নে এই প্রকল্পে ব্যয় হচ্ছে ১ হাজার ৬১৫ কোটি ৭৩ লাখ টাকা।

নতুন প্রকল্প তিনটির মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ‘অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ’ প্রকল্পে ব্যয় হবে ৭৯ কোটি ৪২ লাখ টাকা। এর সম্পূর্ণ অর্থই সরকারি কোষাগার থেকে দেয়া হবে। এটি বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে ২০১৯ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সমাজকল্যাণ ভবন নির্মাণ’ প্রকল্পে ব্যয় হবে ৭৪ কোটি ৪৮ লাখ টাকা। ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘নীলফামারী জেলার চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িতিস্তা নদীর তীর সংরক্ষণ’ প্রকল্পে ব্যয় হবে ১৪৭ কোটি ৫৬ লাখ টাকা। এর পুরোটাই বহন করবে সরকার। প্রকল্পটি ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

বাংলা৭১নিউজ/এস.এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com