শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ রাষ্ট্র: জামায়াত আমির ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠক: ঐক্যমত্য হলো না বাজার: বোতলজাত সয়াবিনের সংকট, বেড়েছে লেবুর দাম গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে: তারেক রহমান বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে ওঠার সমীকরণ ২৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের নাম ঘোষণা একুশের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন অমর একুশে ফেব্রুয়ারি আজ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরিতে ২২৮ রানের পুঁজি বাংলাদেশের সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা উত্তরায় চীনা নাগরিককে হত্যার পর বিদেশ পালালেন সহকর্মীরা অপারেশন ডেভিল হান্টে আরও ৪৯২ জন গ্রেফতার দিনদুপুরে কুপিয়ে টাকা নিল ছিনতাইকারী, অনিশ্চয়তায় শিক্ষাজীবন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান সাবেক গভর্নর আতিউর ও অর্থনীতিবিদ বারাকাতের বিরুদ্ধে মামলা ঢাকায় জাকাত মেলা শুরু শনিবার চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা অর্থ পাচার: বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের নামে মামলা এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

১০ জনের দল নিয়েও জয় পেলো আল নাসর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে রোনালদোর আল নাসর। গতকাল বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৪৭তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মোহামেদ সিমাকান লাল কার্ড দেখলে আল নাসর চাপে পড়ে। তবে তখনও দলটি ১-০ গোলে এগিয়ে ছিল, নতুন সাইনিং জন দুরানের করা গোলের সৌজন্যে।

ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে কোচ স্তেফানো পিওলি রক্ষণ শক্তিশালী করতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নিয়ে ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিলকে মাঠে নামান। বদলির আগে রোনালদোকে ডেকে কিছু নির্দেশনা দেন পিওলি। এরপর রোনালদো সতীর্থদের উজ্জীবিত করেন এবং ধীরে মাঠ ছাড়েন। গোলশূন্য থাকা সত্ত্বেও তিনি হতাশ ছিলেন না, বরং দলের স্বার্থে কোচের সিদ্ধান্ত মেনে নেন।

এটি ছিল আল নাসরের হয়ে কোনো ইনজুরি ছাড়াই রোনালদোর সবচেয়ে আগাম বদলি হওয়া ম্যাচ। ৪০ বছর বয়সী এই তারকা ১,০০০ গোলের মাইলফলকের দিকে এগোতে চাইছিলেন, তবে দলের প্রয়োজনের কথা বিবেচনা করে মাঠ ছাড়েন।

রোনালদোর এই ইতিবাচক মানসিকতার প্রশংসা করেন দুরানও। তিনি বলেন, ‘রোনালদো আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়, কিন্তু দলের জন্য নিজের ব্যক্তিগত ইচ্ছাকে ত্যাগ করতে প্রস্তুত। এটি আল নাসরের জন্য একটি বড় প্রাপ্তি।’

রোনালদো মাঠে ৭৬ মিনিট খেললেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি। মাত্র একবার শট নিয়েছিলেন, যা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগেছিল। তিনি ১২টি পাস দিলেও কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

রোনালদো মাঠ ছাড়ার দুই মিনিট পরই আল আহলি সমতা ফেরায় ইভান টোনির গোলে। কিন্তু এরপরও আল নাসর ১০ জনের দল নিয়েই ঘুরে দাঁড়ায়। ৮০তম মিনিটে আয়মান ইয়াহিয়া এবং ৮৮তম মিনিটে দুরানের গোল দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয়। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুমাইহান আল-নাবিত আল আহলির পক্ষে একটি গোল শোধ করলেও সেটি ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com