বাংলা৭১নিউজ, ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ৭৫ রানে জিতে নেয় পাকিস্তান। দ্বিতীয়টিতে ৩৩০ রানের বড় ব্যবধানে হার মানে আনপ্রেডিক্টেবল পাকিস্তান।
তৃতীয় টেস্টেও হার মানে ১৪০ রানের ব্যবধানে। কিন্তু ওভালের সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিসবাহ বাহিনী। ইংল্যান্ডকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে সমতার মধ্য দিয়ে শেষ করেছে তারা।
ওভাল টেস্টে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩২৮ রান সংগ্রহ করে। জবাবে ইউনিস খানের ডবল সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫৪২ রান। ২১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড।
কিন্তু পাকিস্তানের বোলারদের তোপের মুখে ২৫৩ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। তাতে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় ৪০ রান। সেই রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। সামি আসলাম ১২ ও আজহার আলী ৩০ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৮১ রান করেন জনি বেয়ারস্টো। ৩২ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। বল হাতে পাকিস্তানের ইয়াসির শাহ ৫ উইকেট নেন। ২টি উইকেট নেন ওয়াহাব রিয়াজ। সোহেল খান ও ইফতেখার আহমেদ ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন ইউনিস খান। আর সিরিজসেরা হন মিসবাহ-উল-হক।
১৮ ও ২০ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে তারা।
বাংলা৭১নিউজ/এসএম