৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত একটি গ্রাম। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে ইতালির টাইরোলে স্থানীয়দের মাধ্যে। নেটমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে। অনেকে গ্রামটির ছবিও শেয়ার করেছেন।
জানা গেছে, রেসচেন পাসের কাছেই রয়েছে লেক রেসিয়া। হ্রদ থেকে পানি বের করা হচ্ছিল সেখানে। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নিচে ডুবে থাকা গ্রামটি। গ্রামটির নাম কিউরন। প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে।
১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময় বন্যায় গ্রামটি পানিতে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি দুটো হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে কিউরন গ্রামটি পানিতে তলিয়ে যায়। এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। সেই থেকে গ্রামটি হ্রদের নিচে সবার অগোচরে ছিল।
বাংলা৭১নিউজ/এসএইচ