বাংলা৭১নিউজ,ডেস্ক: দেশে ও দেশের বাইরে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে হামলা চালিয়েছে হ্যাকাররা। এ কারণে হোয়াটসঅ্যাপ তাদের ১৫০ কোটি ব্যবহারকারীকে অ্যাপটি আপডেট করতে অনুরোধ জানিয়েছে।
দূর থেকে নজরদারি সফটওয়্যার ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে এই সফটওয়্যার বসানো হয়েছিল।
ফেসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, আগেই কিছু নম্বর বাছাই করা হয়েছিল এবং নির্দিষ্ট নম্বরে সোমবার এ হামলা চালানো হয়েছে। হামলায় উন্নত সাইবার চরিত্র ব্যবহার করা হয়েছে।
ইসরায়েলের একটি নিরাপত্তা সংস্থা এ হামলা চালিয়েছে বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।