বাংলা৭১নিউজ, ডেস্ক: ২০১৬ সালকে বিদায় জানিয়ে এসে গেছে ২০১৭ সাল। নতুন বছরকে বরণ করতে ওই দিন ফেসবুকের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করে ৬ হাজার ৩০০ কোটি বার্তা আদান-প্রদান করা হয়েছে। হোয়াটসঅ্যাপের জন্য এটি একটি রেকর্ড। হোয়াটসঅ্যাপ ফেসবুকের মালিকানাধীন।
হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিটকে জানান, ৬ হাজার ৩০০ কোটি বার্তার মধ্যে ৭৯০ কোটি ছবি, ২৪০ কোটি ভিডিও আদান-প্রদান করা হয়েছে।
গত বছরের এপ্রিল মাসে ফেসবুকের এফ ৮ নামের ডেভেলপারদের এক সম্মেলনে ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ বলেছিলেন, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ মিলিয়ে প্রতিদিন ছয় হাজার কোটি বার্তা আদান-প্রদান করা হয়।
২০১৫ সালের জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জন কউম বলেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রতিদিন মানুষ তিন হাজার কোটি বার্তা আদান-প্রদান করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল চার হাজার ২০০ কোটি।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের তথ্য অনুযায়ী, বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে দৈনিক ১ হাজার ৫০০ কোটি বার্তা আদান-প্রদান করা হয়। ২০১৪ সালে মানুষ মোট চার হাজার কোটি ইনস্ট্যান্ট বার্তা আদান-প্রদান করত।
২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। তথ্যসূত্র: ভেঞ্চারবিট।
বাংলা৭১নিউজ/এম