বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুষ্টিয়া জেলায় হোমিওপ্যাথি চিকিৎসককে হত্যার দায়িত্ব স্বীকার করেছেন ইসলামিক স্টেট বা আই এস।
গ্রামের বাড়ির লোকজনদেরকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার জন্যে শুক্রবার মোটর সাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত মীর সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যা করে।
সেসময় তার সাথে থাকা তারই একজন বন্ধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুজ্জামানও গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় নিয়ে এসে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধারণা করা হয় তিনজন হামলাকারী মোটর সাইকেলে করে এসে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়।
তাদের সহকর্মী ও বন্ধুদের অনেকেই বলছেন, বাউল-ভক্ত হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বাংলাদেশে গত কয়েক মাসে এই একই কায়দায় বেশ কিছু ব্লগার, প্রকাশক, লেখক, শিক্ষক ও সমকামী অধিকার কর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশ এখনও কাউকে শনাক্ত করতে পারেনি।
তারা বলছেন, এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণ আছে কীনা সেসবও তারা খতিয়ে দেখছেন।
আমাক বার্তা সংস্থায় আইএস বাংলাদেশে সর্বশেষ এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে। তারা বলছে, খৃস্টান ধর্ম প্রচারের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/বিবিসি বাংলা