বাংলা৭১নিউজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে সরকারি আদেশ অমান্য করায় ২০ জনের কাছ থেকে ৭৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত ৮টার দিকে থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের উপস্থিতিতে ১৮ আনসার ব্যাটালিয়ন চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আব্দুর রাফেউল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় হাকিমপুর থানা ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন। এর আগে এসআই বেলাল হোসেনের নের্তৃত্বে পুলিশ ও আনসার সদস্যের একাটি দল দন্ডপ্রাপ্তদের উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করেন । হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আব্দুর রাফেউল ইসলাম জানান, হোমকোয়ারেন্টাইন না মানা, সরকারি আদেশ আমান্য ও দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সেবন করতে আসায় মোট ১২টি মামলায় ২০ জনের কাছ থেকে ৭৬ হাজার ২শ’ টাকা আদায় করা হয়।
বাংলা৭১নিউজ/জেএম