বাংলা৭১নিউজ, ডেস্ক: বড় ধরনের দুর্ঘটনায়ই ঘটে যেতে পারত। টিম হোটেলে লেগেছিল আগুন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং ঝাড়খণ্ড দলের অন্য ক্রিকেটাররা।
বিজয় হাজারে ট্রফি খেলার জন্য এই মুহূর্তে ঝাড়খণ্ড দলের সঙ্গে দিল্লিতে আছে ধোনি। দ্বারকায় যে হোটেলে ঝাড়খণ্ডের ক্রিকেটাররা উঠেছেন, শুক্রবার সকাল ৬টার দিকে সেখানেই আগুন লাগে। আগুন লাগার ঠিক তার আগেই ম্যাচ খেলতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ধোনিরা।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়া মাত্রই তড়িঘড়ি করে হোটেলে থাকা লোকজনকে বের করে নিয়ে আসা হয়। ধোনি এবং তার সতীর্থদেরও নিরাপদে হোটেলের বাইরে বের করে নিয়ে আসা হয়।
তবে তড়িঘড়ি করে হোটেল ছেড়ে বেরিয়ে আসার কারণে অনেক ক্রিকেটার তাদের স্পোর্টস কিট নিতে পারেননি। ফলে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বাংলার বিপক্ষে ধোনিদের সেমিফাইনাল ম্যাচটিও স্থগিত হয়ে গেছে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি হবে শনিবার। ফাইনাল ম্যাচটিও চলে গেছে সোমবারে।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
বাংলা৭১নিউজ/সিএইস