বাংলা৭১নিউজ, ডেস্ক: তুরস্কের সামরিক বাহিনী বলেছে, গত সপ্তাহে তাদের যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা গুলি করে ভূপাতিত করা হয়ে থাকতে পারে এবং সম্ভবত তাতে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
তুরস্কের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “তদন্ত শেষে এই সিদ্ধান্ত পৌঁছানো গেছে যে, কয়েকটি হেলিকপ্টারে করে অভিযান চালানোর সময় একটি হেলিকপ্টার ভূপাতিত হয় এবং সম্ভবত তা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। ভূমি থেকে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।
গত শুক্রবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে দুই পাইলটসহ তুরস্কের আট সেনা নিহত হয়। হেলিকপ্টারটিকে ইরাক সীমান্তের কাছে হাক্কারি প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য পাঠানো হয়েছিল।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী বলেছিল, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্স্ত হয়েছে।
বাংলা৭১নিউজ/এম