নারায়ণগঞ্জের আড়াইহাজারে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন শাখাওয়াত হোসেন সাকু নামে সাবেক এক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়।
শাখাওয়াত হোসেন সাকু উপজেলার বিশনন্দী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।
জানা গেছে- মঙ্গলবার শাখাওয়াত হোসেন সাকু বিয়ে করতে যান সদর পৌর সভার মুকুন্দী গ্রামে। মুকুন্দী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে শাহিনুর আক্তারকে বিয়ে করেন তিনি। ওইদিন দুপুর ২টা ৪৫মিনিটে বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর শাখাওয়াত হোসেন সাকু। যাত্রা করেন কনের বাড়ির উদ্যেশ্যে।
এ সময় শত শত লোকের ভিড় জমে যায় কনের বাড়িতে। ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন জানান, আমার ইচ্ছা ছিলো হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। সেই ইচ্ছে পূরণ হয়েছে।
এদিকে, কনের বাড়িতে বিয়ে শেষে নববধূকে সঙ্গে নিয়ে একই হেলিকপ্টারে চড়ে ৪টা ১০মিনিটে নিজ বাড়িতে এসে পৌছাঁন শাখাওয়াত হোসেন। উল্লেখ্য, বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র ৭-৮ কিলোমিটার।
বাংলা৭১নিউজ/এএম