বাংলা৭১নিউজ, ঢাকা: তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি এ্যাক্ট) ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে নেয়া জামিন নিম্ন আদালত না মঞ্জুর করে দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদ দাতা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য হেলাল উদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানো হয়।
ডিআরইউ মনে করে, আইন তার নিজস্ব গতিতেই চলবে। একই সাথে ডিআরইউ হেলাল উদ্দীনের জামিন পুনর্বহাল এবং আইসিটি অ্যাক্টে তার বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে ।
ডিআরইউ গভীর উদ্বেগের সাথে লক্ষ করছে যে, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলা মুক্ত স্বাধীন গণমাধ্যমের অন্তরায়। সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক এরকম অস্পষ্ট একটি আইন দেশের গণতন্ত্রের জন্যও ক্ষতিকর।
ডিআরইউ দীর্ঘদিন ধরে বিতর্কিত ৫৭ ধারাটি বাতিলের দাবিতে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই ধারার অপপ্রয়োগের ফলে ডিআরইউ’র অনেক সদস্যসহ সারা দেশে অসংখ্য সাংবাদিককে গ্রেফতার ও কারাবরণ করতে হয়েছে।
ডিআরইউ আরও লক্ষ্য করছে যে, এই আইনে দায়ের করা মামলায় পুলিশ বিবাদীকে যেকোন অবস্থান থেকে গ্রেফতার করতে পারে এবং এটি একটি অজামিনযোগ্য ধারা। সরকারের পক্ষ থেকে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজকে বিভিন্ন সময় আস্বস্ত করা হলেও বিতর্কিত এই আইনটি বাতিলের ব্যাপারে অদ্যবধি পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। বরং এই আইনের অপপ্রয়োগ বেড়েই চলেছে। যা ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগ ও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডিআরইউ মনে করে, কোন সাংবাদিকই আইনের উর্দ্ধে নয়। এক্ষেত্রে কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে হলে সেজন্য দেশে প্রচলিত আইন রয়েছে। কিন্তু তা না করে সংবিধানের সাথে সাংঘর্ষিক আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় সাংবাদিকদের রিরুদ্ধে যে সব মামলা দায়ের করা হচ্ছে, তা একটি গণতান্ত্রিক সরকারের জন্য যেমন বিব্রতকর; তেমনি সাংবাদিক সমাজের জন্যও এটি অত্যন্ত অবমাননাকর।
এক্ষেত্রে ডিআরইউ মনে করে যে, সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্বেও আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার মত নিবর্তনমূলক একটি আইন বলবত রেখে দেশে মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়।
এদিকে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে হেলাল উদ্দীনের জামিন পুণ:বহাল এবং দেশের সকল সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় করা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।
বাংলা৭১নিউজ/প্রেসবিজ্ঞপ্তি/এসএস