বাংলা৭১নিউজ, ঢাকা: নির্ভুল রোগ নির্ণয়ের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো হেলথ ল্যাবস লিমিটেড। শুক্রবার মিরপুরের শেওড়াপাড়ায় সেন্টারটির উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক এমপি।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা রাফিজুল ইসলাম বিষয়ে বলেন, ল্যাবটি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর একটি সহযোগী প্রতিষ্ঠান। মানুষের চাহিদার প্রতি খেয়াল রেখে ল্যাবটিতে একটু ভিন্নতা রয়েছে। এখানে নির্ভুল রোগ নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। কনসালটেশন বিভাগে দেশের স্বনামধন্য প্রায় ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক মানুষের সেবায় কাজ করবেন। এছাড়াও ২৪ ঘণ্টা ফার্মেসি ও অ্যাম্বুলেন্স সেবা দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দীন আহমেদ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউল হক, পরিচালক তানজিনা খান, ইলা হক, পারভীন আহমেদ, আফনান আহমেদ এবং প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস