বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: পূর্বধলা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে পূর্বধলা ডিগ্রী কলেজের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রকি আকন্দ (৩৫) ও হুমায়ুন রশিদ সুমনকে (৩০) আটক করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল উদ্দিন জানান, পূর্বধলা উপজেলা সদরের নয়াপাড়া এলাকার বাসিন্দা রকি আকন্দ ও গালর্স স্কুল রোডের বাসিন্দা হুমায়ুন রশিদ সুমন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পূর্বধলা ডিগ্রী কলেজের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস