নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় ৭২তম জন্মদিন পালন করেছে হিমু রূপারা। দিনটি উপলক্ষে হুমায়ূন ভক্তরা হিমু পাঠক আড্ডার আয়োজন করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় হিমুদের আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
প্রতিবারের মতো এবারো হলুদ পাঞ্জাবীতে হিমু ও নীল শাড়িতে রূপা সেজে শোভাযাত্রায় অংশ নিয়েছে একদল তরুণ তরুণী। তারা হুমায়ূন আহমেদের সিনেমার গান বাজিয়ে সাতপাই হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করেন। গানের তালে তালে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
সেখানে কেক কাটেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো. ফখরুজ্জামান জুয়েল, অধ্যাপক মতিন্দ্র সরকার, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম খান, লেখক স্বপন পাল, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, পর্যটন কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ফাইজুল করিম, কবি শাম্মি খান, সোহরাব উদ্দিন আকন্দ, উদীচীর মোখলেছুর রহমান, নারায়ণ কর্মকারসহ হিমু রূপারা।
এর আগে ভার্চুয়াল মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট প্রাবন্ধিক যতীন সরকার। শোভাযাত্রায় শুধুমাত্র তরুণ-তরুণীরাই নয়, এতে প্রতি বছরের মতো এবারো বিভিন্ন বয়সের শিশু থেকে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।
পরবর্তীতে সন্ধ্যা ৬টায় লেখকের তৈরি নাটক সিনেমার গান নিয়ে বাদ্য বাজনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমীর নজরুল মঞ্চে। এতে নাচ গান পরিবেশন করবে সংগঠনের সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
বাংলা৭১নিউজ/এএম