বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে ১০ লাখ ৬৪ হাজার বাংলাদেশি টাকাসহ লিমন হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ও একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে বেনাপোল কাস্টমসের সামনে থেকে তাকে টাকাসহ আটক করা হয়।
আটক লিমন বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা গ্রামের ইউনুছ আলীর ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ লিমনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ লাখ ৬৪ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
আটক লিমনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কর্নেল আরিফুল।
এর আগে বুধবার সন্ধ্যয় ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা আমড়াখালী চেকপোস্টে ২ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকা, ১৮টি ভারতীয় মোবাইল ফোন সেট ও বিভিন্ন ধরনের পোশাকসহ ঢাকার বাড্ডা এলাকার মোবারক হোসেন নামে এক বাসযাত্রীকে আটক করেন।
বাংলা৭১নিউজ/জেএস