বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তে এক চোরাকারবারী হুন্ডি ব্যবসায়ীর দু’পায়ে গুলি করে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টা ৫ মিনিটের সময় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাঁড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ চোরাকারবারী আলিমুদ্দিন (২৭) লক্ষ্মীদাঁড়ি গ্রামের আনার উদ্দিনের ছেলে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সফিউর রহমান জানান, আলিমুদ্দিন একজন চোরাকারবারী হুন্ডি ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের একদল বিজিবি সদস্য সীমান্তের ২ নং পিলারের কাছে ওৎ পেতে থাকে। বেলা ১২ টা ৫ মিনিটের সময় আলিমুদ্দিন ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাকে দাাঁড়ানোর সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেস্টা করলে বিজিবি সদস্য তার পা লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আলিমুদ্দিনের দু’পা গুলি বিদ্ধ হয়। তার কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। গুলিবিদ্ধ আলিমুদ্দিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস