বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও ভারতীয় পাথর রপ্তানিকারক ব্যবসায়ীদের আন্তদ্বন্দ্বের জের ধরে বন্দর দিয়ে গেলো রোববার থেকে পাথর আমদানি বন্ধ হয়ে গেছে। আমদানিকৃত এই পাথর বেচাকেনা নিয়ে হিলি স্থলবন্দরে গড়ে উঠেছে বিশাল বাজার।
দেশের অবকাঠামো উন্নয়নে চাহিদার পাথর সরবরাহ করতে না পেরে স্থানীয় পাথর ব্যবসায়ীরা লোকসানের ঘানি টানতে বসেছেন। পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের বাজারে দাম বাড়তে শুরু করেছে। এদিকে পাথর আমদানিতে গেলো ৬ মাসে সরকার রাজস্ব পেয়েছে ৩৫ কোটি টাকা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি কারক গ্রুপ সভাপতি, হানুর উর রশিদ হারুন বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল ও রুপপুর পারমানোবিক কেন্দ্র সহ দেশের অবকাঠামো উন্নয়নে দেশে পাথরের চাহিদা রয়েছে প্রচুর। আর এ চাহিদা পুরনে লক্ষ্যে লাখ লাখ টন পাথর আমদানিতে এল,সি দিয়েছেন আমদানিকারক ব্যবসায়ীরা।
ওদিকে ভারত হিলির স্থানীয় ও বহিরাগত রপ্তানিকারকদের মধ্যে অন্তদন্দের কারনে দেশের আমদানি কারকেরা ভারতীয় পাথর রপ্তানিকারকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন বলছেন দেশের পাথর আমদানিকারক ব্যবসায়ীরা।
হিলি কাষ্টমস সহকারী কমিশনার আল আমিন এর তথ্য মতে গেলো ৬ মাসে ভারত পাথর আমদানি হয়েছে ৫লাখ ১৮ হাজার মেট্রিক টন। আর যার বিপরিতে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ৩৫ কোটি টাকারও বেশী।
বাংলা৭১নিউজ/এসআর