বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: আজ মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য ও দেকানপাট বন্ধ রয়েছে।
ভারত দেশব্যাপী লক ডাউন ঘোষনা করায় সোমবার বিকেল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহ পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে।
এদিকে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি উপজেলার কাচামাল ব্যাতিত সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষনা দেওয়ায় সকাল থেকে বন্দরের দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার রাফিউল আলম জানান, জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে মাইকিং করে কাচামাল মুদি দোকান ব্যাতিত সকল প্রকার দোকান বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়েছে। মাইকিংকে সমথন করে ব্যবসায়ীরা আজ সকাল থেকে হিলি বন্দরের দোকানপাট বন্ধ রেখেছে।
বাংলা৭১নিউজ/এবি