দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ থেকে দুইদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র শবেবরাত ও হোলি উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, আজ সোমবার (২৯ মার্চ) হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব উপলক্ষে বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র শবেবরাত পালিত হবে। একারণে এই দুইদিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি হবে না। দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে বুধবার থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।
বাংলা৭১নিউজ/এমকে