বাংলা৭১নিউজ, গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সিলেটের তামাবিল স্থলবন্দরে বিজিবি কতৃক কাস্টমস কর্মকর্তাদের লাঞ্চিত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতী পালন করছেন হিলি স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কাস্টমসের কর্মবিরতী চলার কারনে সকাল থেকে বন্দরের অভ্যন্তরে আমদানিকৃত পণ্য পরিক্ষন, শুল্কায়ন, খালাস, ডেলিভারী কার্যক্রম বন্ধ ছিল। তবে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম দুপুর ১২টা থেকে শুরু হয়।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব ইসলাম জানান, সিলেটের তামাবিল স্থলবন্দরে বিজিবি কতৃক কাস্টমস কর্মকর্তাদের লাঞ্চিত হওয়ার ঘটনার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল কাজ কর্ম বন্ধ রেখে আমরা কর্মবিরতী পালন করছি। এর সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত কেন্দ্রিয় ঘোষিত কর্মসুচি পালন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস